বারোঘরিয়া গণকবর
মুক্তিযুদ্ধ চলাকালীন বারোঘরিয়া জমিদার কাচারী বাড়ির সামনে বট গাছের কাছে নিরীহ মানুষকে হত্যা করে মাটি চাপা দেয়। বর্তমানে এ স্থানে বাড়ি নির্মাণ করা হয়েছে। অন্য সূত্রেও এর বর্ণনা রয়েছে – নবাবগঞ্জ সদর থানার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রাচীন জমিদার কাচারী বাড়ির সামনের বটগাছের নিচে পাক হান্দার বাহিনী ও রাজাকাররা মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষকে হত্যা করে। নিহতদের বটগাছের পাশে গর্তে (আয়তনে প্রায় এক বিঘা) ফেলে মাটিচাপা দিত তারা। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯, ২৭১-২৭৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)