You dont have javascript enabled! Please enable it! নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয় বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয় বধ্যভূমি

হাজীগঞ্জ উপজেলার নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৭১’র নভেম্বরের শেষদিকে পাকহানাদার বাহিনীর গুলিতে শহীদ ৯ জনকে কবর দেয়া হয়। স্বাধীনতার পর তা চিহ্নিত করা হয়। এঁরা হলেন- এম. এ. মতিন, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, এস. এম. জহিরুল হক, মো. জয়নাল আবেদীন, আবু তাঁদের, এমদাদুল হক, আ. রশিদ, ইলিয়াছ হুছাইন। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৪৩২-৪৩৩)