পাঁচলাইশ বধ্যভূমি
চট্টগ্রামের পাঁচলাইশে দাম্পিং ডিপোর কাছে একটি বধ্যভূমি আবিষ্কৃত হয়। এই স্থানের মাটি সরাবার পর শত শত নরকঙ্কাল পাওয়া যায়। মানুষের খুলি এবং হাড়গোড়ের পরিমাণ দেখে এখানকার বধ্যভূমিতে প্রায় পাঁচ শতাধিক বাঙালিকে হত্যা করা হয়েছে বলে অনুমান করা হয়। কোনো কোনো কঙ্কাল তখনও বুলেট বিদ্ধ অবস্থায় ছিল। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৫৬, ২৩৪-২৩৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৮০; দৈনিক বাংলা, ৭ ফেব্রুয়ারি ১৯৭২)