দামপাড়া বধ্যভূমি
চট্টগ্রামের সবচেয়ে মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয় দামপাড়া গরীবুল্লাহ শাহ্ মাজারের পাশের বধ্যভূমিতে। এই বধ্যভূমিতে প্রায় ৪০ হাজার বাঙালিকে হত্যা করা হয়। একাত্তরের ৩০ মার্চ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রবল বৃষ্টির দিন ছাড়া প্রতিদিন সন্ধ্যায় কড়া সেনা পাহারায় ৫/৬টি ট্রাক বোঝাই নিরীহ লোক ধরে নিয়ে আসা হতো। লাশ পুঁতবার জন্য এখানে গভীর গর্ত খনন করা হয়। তারপর হতভাগ্যদের চোখ বেঁধে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে মাটিচাপা দেওয়া হতো। মাত্র কয়েকদিনের লাশে এই গভীর গর্ত ভর্তি হয়ে গেলে সদ্যমৃত লাশগুলোকে ট্রাকে অন্যত্র সরিয়ে ফেলার ব্যবস্থা করা হতো। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৫৭; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৮১; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৬১; দৈনিক বাংলা, ৩ ফেব্রুয়ারি ১৯৭২)