You dont have javascript enabled! Please enable it! সীতাকুণ্ড পাহাড় বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সীতাকুণ্ড পাহাড় বধ্যভূমি

পাকবাহিনী সীতাকুণ্ড পাহাড়ে হাজার হাজার বাঙালিকে হত্যা করেছে। স্থানীয় জনসাধারনের ধারণা-শুধু মিরশ্বরাই ও সীতাকুণ্ডের বধ্যভূমিগুলোতে ১৫ থেকে ২৫ হাজার লোককে হত্যা করা হয়েছে। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৫৯, ২৩৫-২৩৬; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৮২; দৈনিক পূর্বদেশ, ১৩ ফেব্রুয়ারি ১৯৭২)