You dont have javascript enabled! Please enable it! সার্কটি হাউজ বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সার্কটি হাউজ বধ্যভূমি

চট্টগ্রাম শহরের সার্কটি হাউজ এলাকায় রয়েছে বধ্যভূমি। চট্টগ্রাম সার্কটি হাউজের ভিতর অসংখ্য বাঙালিকে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে হত্যা করা হয়। স্বাধীনতার পর অনেক মানুষের খুলি সার্কটি হাউজের গর্তে পাওয়া যায়। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৫৯, ২৩৫-২৩৬; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৮২, ৪৬২; দৈনিক পূর্বদেশ, ১৩ ফেব্রুয়ারি ১৯৭২; দৈনিক জনকণ্ঠ, ১২ ডিসেম্বর ১৯৯৯)