কলাবাড়ি বধ্যভূমি
মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগৃহীত তথ্য থেকে জানা যায়, গোপালগঞ্জের কোটালিপাড়ায় কলাবাড়ি এলাকায় ১৯৭১ সালের ১২ অক্টোবর পাকবাহিনী আধুনিক মরণাস্ত্রে সজ্জিত হয়ে গানবোট নিয়ে নির্মমভাবে হামলা চালায় এবং ঐ এলাকার প্রায় ২০০ নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। পুরো কলাবাড়ি গ্রামটি এ সময় বধ্যভূমিতে পরিণত হয়। (সূত্র: দৈনিক সংবাদ: ১২ অক্টোবর ১৯৯৩; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৪২৪-৪২৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৭৫; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-০৬-০৭)