গোয়ালখালি বধ্যভূমি
খুলনার গোয়ালখালিতে একটি বধ্যভূমি ছিল। এই বধ্যভূমিতে বহু মানুষকে হত্যা করা হয়। স্বাধীনতার পর এখানে বহু নরকঙ্কাল ও হাড়গোড় পাওয়া যায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৯৩)