গড়াই নদীর চর বধ্যভূমি
বিহারি রাজাকাররা কুষ্টিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে হতভাগ্য বন্দিদের ধরে নিয়ে গড়াই নদীর চলে হত্যা করে লাশ সেখানেই পুঁতে ফেলতো। আবার কখনো কখনো নদীর জলে ভাসিয়ে দিতো কোন কোন লাশ। এখানেই কুষ্টিয়া পৌরসভার ভাইস–চেয়ারম্যান আবুল কাছেমকে হত্যা করে হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১০৯, ৪০০; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৩৯৯; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খন্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৩; দৈনিক সংবাদ, ২১ মে ১৯৯৩)