বেলতলির বধ্যভূমি
কুমিল্লার লাকসাম থানা সদরের একটু দক্ষিণে বেলতলিতে রয়েছে হানাদার পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের আরেক নিদর্শন। বেলতলিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত বাংকারের পাশেই মুক্তি পাগল অসংখ্য মানুষকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে তারা। সেখানে খুঁড়লেই এখনো বেরিয়ে আসে একাত্তরের সোনার ছেলেদের হাড়গোড়–কঙ্কাল। কুমিল্লা সেনানিবাসের পর বাঙালি নিধনযজ্ঞের বড় ঘটনা ঘটে লাকসামে। লাকসামের “চাদপুর ট্যোব্যাকো কোম্পানি’র কারখানাটি ছিল তাদের শক্তিশালী ঘাঁটি। (সূত্রঃ গিয়াস উদ্দিন ফরহাদ, বেলতলির বধ্যভূমি, দৈনিক জনকণ্ঠ, ঢাকা, ১৭ অক্টোবর ১৯৯৯)