লাকসাম সিগারেট কারখানা বধ্যভূমি
লাকসাম জংশনের দাঁড়িয়ে দক্ষিন পশ্চিম দিকে দৃষ্টি মেলে ধরলে দেয়াল ঘেরা সুবিশাল এলাকা জুড়ে কালো রঙ মাখা যে দ্বিতল ভবনটী দেখা যাবে সেটা একটি সিগারেট কারখানা। কিন্তু তার নাম যা–ই থাকুক না কেন লাকসামবাসী এটাকে হত্যাপুরী বলেই জানে। যুদ্ধের নয় মাসে এই কারখানায় বিভিন্ন কোণায়, কক্ষে ও ছাদে বাঙালিদের ওপর অত্যাচার, নারী ধর্ষণ এবং গণহত্যা চলে। দিনে রাতে যখন তখন লাকসাম থানার বিভিন্ন গ্রামেগঞ্জে হানা দিয়ে গ্রাম বাংলার নিরীহ পুরুষদের এবং লাকসাম জংশনে অপেক্ষমাণ ট্রেন থেকে যুবক, যবতী ও যাত্রীদের এই হত্যাপুরীতে ধরে আনা হতো। অন্য যে সব সূত্রে এই ঘটনাটি পাওয়া যায় – (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত সূত্রঃ হাসান হাফিজুর রহমান সম্পাদিত, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, অষ্টম খণ্ড)