You dont have javascript enabled! Please enable it! এই রক্তক্ষয় বৃথা যাবে না - সংগ্রামের নোটবুক

এই রক্তক্ষয় বৃথা যাবে না

(নিজস্ব সংবাদদাতা)। মালবাজার, ১০ই অক্টোবর-গতকাল সকালে বাংলাদেশের মুক্ত এলাকার উত্তর খণ্ডে এক প্রশিক্ষণ। কেন্দ্রে নব প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তি যােদ্ধাদের এক কুচকাওয়াজে ভাষণ দেবার সময় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, লক্ষ লক্ষ মানুষের রক্তক্ষয় বৃথা যাবে না, ভবিষ্যত বাংলাদেশকে শত্রুমুক্ত করবেই এবং মুক্তিযােদ্ধাদের গলায় পূর্ণ সাফল্যের বরমাল্য পরাবে। বাংলাদেশের যুবকরা যারা রণক্ষেত্রে শত্রুদের বিধ্বস্ত করছে, তারা জাতির মেরুদণ্ড, তারাই মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। বাংলাদেশের প্রধান সেনাপতি কর্ণেল ওসমানী নব-প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযােদ্ধাদের সামনে ভাষণ দানকালে পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে পাক সামরিক আইন প্রশাসনের বিরুদ্ধে অভিনব যুদ্ধ চালাবার জন্য মুক্তিবাহিনীর প্রশংসা করেন।

বাংলাদেশ (১) ৪১; ১৬

১১ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯