৫০০০ পাকসেনা খতম
(নিজস্ব রিপাের্ট] মুজিবনগর ৮ই অক্টোবর-বাঙ্গলাদেশ মুক্তিবাহিনীর সদর দফতর থেকে প্রাপ্ত এক খবরে প্রকাশ যে গত সেপ্টেম্বর মাসে মুক্তিযােদ্ধারা ৫০০০ পাক সৈন্য খতম করেছেন। এর মধ্যে ২৭ জন উচ্চপদস্ত অফিসারও রয়েছে। ২৫০০ বার আক্রমণ চালিয়ে মুক্তিবাহিনী চট্টগ্রাম ও চালনা বন্দরে ৩টি বড় জাহাজ, ১টি ট্যাংকার ডুবিয়েছেন, ৯৩টি গুরুত্বপূর্ণ সেতু ও সড়ক উড়িয়ে দিয়েছেন। ৯টি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এবং ৪৯টি ট্রাক এবং জীপ ধ্বংস হয়েছে। ফলে যােগাযোেগ ব্যবস্থাও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের আক্রমণে ৯১টি রাইফেল সহ প্রচুর অস্ত্রশস্ত্র মুক্তিবাহিনীর হস্তগত হয়েছে। তাছাড়া বিভিন্ন রণাঙ্গনে প্রায় ৫০০ রাজাকার তাদের হাতের অস্ত্রশস্ত্র সহ মুক্তিসেনাদের কাছে আত্মসমর্পণ করেছে।
দাবানল। ১ : ৩
১০ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯