সীমান্ত এলাকায় পাক কর্তৃপক্ষের পরিখা নির্মাণ
(স্টাফ রিপাের্টার) মুজিবনগর, ৬ই অক্টোবর পাক কর্তৃপক্ষ সম্প্রতি ভারতীয় সীমান্ত শহর সিওলার বিপরীতে জাকীগঞ্জ থেকে সীমান্ত এলাকা বরাবর পনেরাে কিলােমিটার দীর্ঘ ও ছ’ফুট গভীর পরিখা খনন করেছে বলে আজ এখানে সরকারী সূত্রে জানা গেছে। এর আগে পাক কর্তৃপক্ষ সৈন্য চলাচল সহজ করার জন্য বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে গ্রামবাসীদের ……
সাপ্তাহিক বাংলা ১ : ৩
১০ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯