You dont have javascript enabled! Please enable it! 1971.09.30 | নদী পথে আক্রমণ - সংগ্রামের নোটবুক

নদী পথে আক্রমণ

১৫ থেকে ২৫শে আগস্ট পর্যন্ত মল্লিক বাড়ী ও ভালুকার নদীপথে বিভিন্ন পর্যায়ে মুক্তিবাহিনীর চোরা গুপ্তা আক্রমণে মােট ৪৭১ জন খানসেনা ও ১৪ জন রাজাকার খতম হয় এবং ২২ তারিখে ভয়াবহ কাছারীতে পাক বাহিনীর আয়ােজিত শান্তি কমিটির মিটিং এ মুক্তিবাহিনী অতর্কিত আক্রমণ চালানাের ফলে ৭ জন পাকসৈন্য নিহত হয়।

জাগ্রত বাংলা । ১৩

৩০ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯