রক্ষী বাহিনীর সাফল্য
কালিয়াকৈর থানার ফুলবাড়ীয়া ইউনিয়নের তালচালা গ্রামের রক্ষীবাহিনীগণ এক সাফল্যজনক অভিযান চালিয়ে কয়েকজন লুঠতরাজকারীকে গ্রেফতার করে এবং বহু লুটের মাল উদ্ধার করে লুটের মালের মধ্যে ছিল ৬টা গরু, ৫টা ছাগল, ১ হাজার টাকার থালাবাসন ও নগদ দুহাজার টাকা।
জাগ্রত বাংলা ১: ৩।
৩০ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯