You dont have javascript enabled! Please enable it! 1971.09.21 | ঠ্যালা সামলাও - সংগ্রামের নোটবুক

ঠ্যালা সামলাও

গত ৩১শে অক্টোবর ঢাকাস্থ নির্বাচনী কমিশনের অফিসের ভিতরে মুক্তিযােদ্ধাদের নিক্ষিপ্ত বােমার আঘাতে একজন কর্মচারী নিহত এবং অপর একজন আহত হয়।  এসােসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী গত ১লা নভেম্বর এই কথা প্রকাশ করিয়া ইসলামাবাদের সরকারী কর্তৃপক্ষ আরাে জানায় অন্ততঃ ১০জন মুক্তিযােদ্ধা স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র ও গ্রেনেড লইয়া ঐ অফিসে হামলা করেন। রবিবার গভীর রাত্রিতে পরিচালিত স্বাধীনতাকামী বীর গেরিলাদের এই হামলায় বহু প্রয়ােজনীয় দলিলপত্রও বিনষ্ট হইয়াছে বলিয়া জানা গিয়াছে। অফিসটি পাহারা দেওয়ার ব্যবস্থা জোরদার করা হইয়াছে। রবিবার রাত্রিতে এই প্রচণ্ড বিস্ফোরণের ফলে নির্বাচনী অফিস তার স্বাভাবিক কাজকর্ম বন্ধ করিয়া দেয়। ইসলামাবাদ কর্তৃপক্ষ ইহার বেশি আর কিছু অবশ্য প্রকাশ করে নাই।

বাংলার বাণী ॥ ৪ সংখ্যা 

২১ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯