রণাঙ্গন সংবাদ
(হারুণ হাবিব প্রদত্ত] বাংলার বীর স্বাধীনতা যােদ্ধারা বুলেটের আঘাতে ইয়াহিয়ার ভাড়াটে দস্যুদল তাদের পৈত্রিক জান নিয়ে এখন পালাতে ব্যস্ত। গত ১০ই সেপ্টেম্বর মােমনশাহী রণাঙ্গনের কামালপুরের সন্নিকটে মুক্তিফৌজের দখলিকৃত এলাকায় ১৫০ জনের একটি দস্যুদল আক্রমণ চালাতে এলে আমাদের বীর স্বাধীনতা যােদ্ধাদের বুলেটের আঘাতে ৬৬ জনেরও বেশী নিহত হয়। মুক্তিফৌজ পাকবাহিনীর বহু অস্ত্র সম্ভারও হস্তগত করে এবং নিহত এক পাকসেনাকে পরিপূর্ণ সম্মানে কবর দেয়। মুক্তিফৌজের অন্য একটি দল নকসি পাক ছাউনীতে আক্রমণ পরিচালনা করে ১৮জন পাকসেনাকে হত্যা করেন। এ ছাড়াও কলমাকান্দা দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ ও মদনে সফলতার সঙ্গে আক্রমণ পরিচালনা করে আরও ৩৩ জন পাকসেনা এবং দালাল বাহিনীকে হত্যা করেন।
অগ্রদূত। ১:৩
১৫ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –অগ্রদূত