You dont have javascript enabled! Please enable it! 1971.09.12 | পাক বিমান ধ্বংসী সুইসাইড স্কোয়াড গঠন - সংগ্রামের নোটবুক

পাক বিমান ধ্বংসী সুইসাইড স্কোয়াড গঠন লণ্ডন, ৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশের দু’ জন মুখপাত্র চৌধুরী আখতারুজ্জামান ও সাহীদুল হক এখানে বলেন, পাক ন্যাশনাল এয়ারওয়েজের বিমানগুলি যখন আকাশে উড়বে তখন সেগুলিকে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হবে। এই কাজের জন্য একটি সুসংগঠিত আত্মঘাতী বাহিনী গঠন করা হয়েছে।

বিপ্লবী বাংলাদেশ ১:৫!

১২ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –বিপ্লবী বাংলাদেশ