পাকিস্তানী সৈন্যরা ভীরু, প্রাণ রক্ষার জন্য ছুঁটে পালায়
মার্টিন বেল। ১লা সেপ্টেম্বর, বি, বি, সি, লণ্ডন, বাংলাদেশের উপর একটি বিবরণ অনেকক্ষণ ধরে প্রচারিত হয়। বি, বি, সির এই প্রতিনিধির নাম মার্টিন বেল। মার্টিন বেল তার বিবরণে বলেন, মুক্তিফৌজ এখন সুসংগঠিত। খান সেনাদের নিয়ন্ত্রণাধীন শহরগুলােতে মুক্তিবাহিনী প্রতিদিন আক্রমণ চালাচ্ছেন। তিনি বলেন, মুক্তিযােদ্ধাদের নিয়ন্ত্রণে যে সব গ্রামগুলি আছে সেগুলির সঙ্গে যদিও পরিবহন যোগাযােগ নেই তবুও মুক্তিফৌজ টিকা, ইয়াহিয়ার বাহিনীর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছেন। মুক্তিফৌজ সাধারণতঃ রাতে অভিযান চালায়। পাক সৈন্যরা মুক্তিফৌজের ভয়ে পালায়। পালাবার সময় প্রচুর অস্ত্রশস্ত্র ফেলে যায়। এই অস্ত্রশস্ত্র দিয়েই মুক্তি বাহিনী খান সেনা ধ্বংস করে। তিনি আরও বলেন, বাংলাদেশ বাঙালীর কল্পনা নয়, স্বাধীন বাংলাদেশ অতি বাস্তব সত্য।
বিপ্লবী বাংলাদেশ । ১; ৪
৫ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –বিপ্লবী বাংলাদেশ