You dont have javascript enabled! Please enable it! 1971.08.31 | পাক নৌ-জাহাজ বিধ্বস্ত - সংগ্রামের নোটবুক

পাক নৌ-জাহাজ বিধ্বস্ত

৯ কোটি টাকার অস্ত্র গােলাবারুদ ধ্বংশ সম্প্রতি ভূয়াপুরের মাটিকাটায় টাঙ্গাইল সেক্টরের বৃহত্তম যুদ্ধ সংঘটিত হয়েছে। গত ১০ই ১১ই এবং ১২ই আগস্ট তিনদিনের প্রচণ্ড যুদ্ধে মুক্তিবাহিনী পাক হানাদার শয়তান সেনাদের ১৫৪ জনকে হত্যা করেছে এবং পাকিস্তান নৌবাহিনীর আর, এস. ইউ. ইঞ্জিনীয়ার্স এল.সিঃ৩ নামে ৯ কোটি টাকার অস্ত্রশস্ত্র গােলাবারুদ বােঝাই একটি জাহাজ এবং একটি লঞ্চ ধ্বংশ করে দিয়েছে। জাহাজটি তিন হাজার টন ওজনের অস্ত্র-শস্ত্র গােলাবারুদ এবং ৮ হাজার গ্যালন ডিজেল তৈল বহন করছিলাে। মুক্তিবাহিনী জাহাজ অধিকার করে প্রচুর অস্ত্র-শস্ত্র গােলাবারুদ উদ্ধার করে এবং পরে বিস্ফোরণ ঘটিয়ে জাহাজটি ধ্বংস করে দেয়। ঘটনার বিবরণে প্রকাশ সৈয়দপুর ক্যান্টনমেন্ট ২১ কোটি টাকার অস্ত্র ও গােলাবারুদ পৌছে দেবার জন্যে পাকিস্তান নৌবাহিনীর চারটি জাহাজ আর,এস,ইউ, ইঞ্জিনীয়ার্স এলসি।

১, এলসি : ২ এল, সি : ৩, এল, সি : ৪ এবং তিনটি লঞ্চ ৫ই আগস্ট নারায়ণগঞ্জ থেকে ফুলছড়ি ঘাটের দিকে যাত্রা করে। নারায়ণগঞ্জের ৭০০ বন্দী ই.পি.আরকে ৯ দিন ২৪ ঘণ্টা অমানুষিক পরিশ্রম করিয়ে এই জাহাজগুলি বােঝাই করতে বাধ্য করা হয়। ১০ই আগস্ট এই নৌবহরটি ভুয়াপুরের কাছাকাছি ধলেশ্বরী নদী দিয়ে এগুতে থাকে। মাটিকাটার কাছে এলে মুক্তিবাহিনী এই নৌবহরটিকে…।

রণাঙ্গণ (১) ৪ সংখ্যা 

৩১ আগস্ট ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –রণাঙ্গণ