উলিপুর অপারেশন
রৌমারী ৩১ শে আগস্ট-বিশ্বস্তসূত্রে প্রাপ্ত সংবাদে প্রকাশ যে গত ৩০শে আগস্ট রােজ সােমবার রাত্রিতে মুক্তিবাহিনীর জোয়ানরা চিলমারী কুড়িগ্রাম রেল সড়কের মােট ২টি সেতু মাইন লাগায়ে সম্পূর্ণরূপে উড়িয়ে দেয় এবং উলিপুর বাজারের উপর এক প্রবল আক্রমণ চালায়। এই আক্রমণে মােট পাঁচজন পাকসৈন্য মারা যায় এবং ১৮ জন আহত হয়। এই আহতের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত শােচনীয়। প্রাপ্তসূত্রে আরও প্রকাশ যে মুক্তি ফৌজদের এই অভিযানের ফলে রাজাকার ও বদর বাহিনীর মনােবল একদম ভেঙ্গে পড়েছে এবং তাদের অনেকে তাদের দল ছেড়ে পলায়ন করেছে। আর আশাহত ইয়াহিয়া বাহিনীর লােকজন উক্ত চিলমারী কুড়িগ্রাম রেল লাইনের পার্শ্ববর্তী গ্রামের ঘরবাড়ী পুড়িয়ে দিতেছে এবং নিরীহ জনসাধারণের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে।
অগ্রদূত; ১:১
৩১ আগস্ট ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –জয়বাংলা