You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশ নৌবাহিনীর বিরাট সাফল্য - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ নৌবাহিনীর বিরাট সাফল্য

২১শে আগস্ট, বাংলাদেশে, গত এক সপ্তাহে বাংলাদেশ নৌবাহিনীর মুক্তিবাহিনী ২১ খানা পাক সামরিক বাহিনীর অস্ত্র এবং অন্যান্য সামগ্রী বােঝাই জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস করে দিয়েছেন, এতে প্রায় দুই শতাধিক সৈন্য মারা পড়েছে। প্রকাশ, নারায়ণগঞ্জে ৪ খানা সিলেটে ২ খানা, টাঙ্গাইলে ৪ খানা, চট্টগ্রামে ৬ খানা, এবং খুলনার মঙ্গলা পাের্টে ৬ খানা। এসব জাহাজগুলাের মধ্যে অনেকগুলাে  বিদেশী। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, জাপান, ও চীনের মঙ্গলা পাের্টে সােমালিয়ার একখানা জাহাজও ধ্বংস হয়েছে। এছাড়া পাকিস্তানের দশকোটি টাকা মূল্যের “অল আব্বাস জাহাজটি ও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া খুলনার চানপাই থেকে দুখানা পেট্রোলিং বােট মুক্ত এলাকায় নিয়ে আসতে সক্ষম হয়েছে মুক্তিবাহিনী।

বিপ্লবী বাংলাদেশ ১ : ৩

২৯ আগস্ট ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –বিপ্লবী বাংলাদেশ