কালিগঞ্জ এবং শ্যামনগর থানার ৫০ বর্গমাইল মুক্তিফৌজের দখলে
ঢাকা ১৮ই আগষ্ট। খুলনা জেলার কালিগঞ্জ এবং শ্যামনগর থানার প্রায় ৫০ বর্গমাইল এলাকা মুক্তিফৌজের দখলে এসেছে। এই মুক্ত এলাকায় আমাদের রণাঙ্গন প্রতিনিধির সাথে ক্যাপ্টেন হুদা এবং লেফটেনান্ট বেগের এক সাক্ষাৎকার ঘটে। আমাদের প্রতিনিধি ক্যাপ্টেন হুদার কাছে এই বিজয় সাফল্যের বিষয়ে কিছু জানতে চাইলে ক্যাপ্টেন হুদা প্রতিনিধিকে জানান যে মেজর এ জলিলের সুচতুর রণকৌশল এবং মুক্তিযােদ্ধাদের সুদৃঢ় মনােবল ও দুর্জয় সাহস এবং বিজয়কে সাফল্যমন্ডিত করেছে।
বিপ্লবী বাংলাদেশ ১: ২০
২১ আগস্ট ১৯৭
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –বিপ্লবী বাংলাদেশ