রণাঙ্গণ থেকে বলছি
মুক্তিফৌজের আক্রমণের তীব্রতা বৃদ্ধি ও বিভিন্ন রণাঙ্গণে পাক সৈন্য নাজেহাল ও অস্ত্র দখল
(নিজস্ব প্রতিনিধি)। ৩রা আগষ্ট ঃ মুক্তিবাহিনী আজ ভাের রাতে কালাছড়া ও মেরাসনির মধ্যবর্তী একটি অগ্রবর্তী হানাদার ঘাটির উপর ঝটিকা আক্রমণ হেনে অন্ন পঞ্চাশ জনকে খতম করেছেন, দুজনকে বন্দী করেছেন, বহু অস্ত্রশস্ত্র গােলা-বারুদ ও অন্যান্য রসদ, টেলিফোন সেট দখল করেছেন। মুক্তিবাহিনী ইতিপূৰ্ব্বে কোন রণাঙ্গনেই জটিকা আক্রমণ হেনে সামনাসামনি শত্রু সেনাকে হতচকিত করেনি। হানাদারদের বিবর ঘাঁটিগুলি সম্পূর্ণভাবে মুক্তি যােদ্ধাদের আক্রমণে বিধ্বস্ত হয়েছে। আঠার হাজার রাউন্ড গােলাবারুদ ছাড়াও মুক্তি যোদ্ধারা হানাদারদের কাছ থেকে একটি মেশিনগান, একটি হাল্কা মেশিনগান, দশটি রাইফেল, একটি টেলিফোন সেট দখল করেছেন। অন্যদিকে একজন মুক্তিযােদ্ধা এই রণাঙ্গনে প্রাণ। হারিয়েছেন অন্য চারজন আহত হয়েছেন। এই রণাঙ্গনে পাক হানাদাররা পয়তাল্লিশটি পরিখার মধ্যে আশ্রয় নিয়েছিল। গেরিলাবাহিনী অমিতবিক্ৰমে হেন্ড গ্রেনেড নিয়ে একই সাথে সবগুলি পরিখার মধ্যে ঝাঁপিয়ে পড়েন। মন্দভাগে ১০০ গত ২৮ থেকে ৩১শে জুলাই’র মধ্যে একমাত্র মন্দভাগ অঞ্চলেই ন্যূনতম একশ হানাদার নিহত ও বহু হানাদার আহত হয়েছে বলে সীমান্ত সূত্রে পাওয়া সংবাদ। রাজাকার ঘতম মুক্তি বাহিনীর গেরিলাৱা নােয়াখালীতে পঁচিশ জনের একটি রাজাকার বাহিনীকে আক্রমণ করে। আটজনকে খতম করে দিয়েছেন এবং দুইটি রাইফেল ছিনিয়ে নিয়ে এসেছেন।
গত ৩১শে জুলাই কুমিল্লা জেলার ইয়াকুবপুরে হানাদার ও মুক্তি যােদ্ধাদের মধ্যে একটি খণ্ড যুদ্ধে একুশ জন হানাদার নিহত হয়েছে বলে মুক্তিবাহিনী দাবী করেছেন। নবীনগরে ১৪, কসবায় ৩ ও দেবীপুরে ২৯ জন নবীনগর এলাকায় মুক্তি যােদ্ধাদের সঙ্গে সরাসরি দুটি সংঘর্ষে পাক বাহিনীর ১৪ জন নিহত হয়েছে। কসবায় মুক্তিফৌজের হাতে ৩ জন হানাদার খান সেনা খতম হয়েছ। দেবীপুরে গতকাল। মুক্তিফৌজের হাতে ২৯ জন খান সেনা খতম হয়েছে। সালদা নদী সেক্টরে ১৩৩ জন হানাদার নিহত ২ জন জীবিত ধৃত ৩রা আগষ্ট ; শালদা নদী সেক্টর হতে আমাদের সংবাদ দাতা জানান, আজ এখানে এক প্রবল সংঘর্ষে মুক্তি বাহিনীর বীর যােদ্ধারা ১২৫ জন হানাদারকে খতম করেছে। আহতদের সংখ্যা সঠিক নির্ণয় করা যায়নি। দু’জন বেলুচ সৈনিককে জীবিত অবস্থায় আমাদের শিবিরে ধরে আনা হয়েছে। মুক্তি বাহিনীর বীর যােদ্ধারা ৮টি মৃত দেহ ও বহন করে এনেছে। কয়েক দিন আগে এই একই এলাকায় জওয়ানরা টহলদারী একটি স্পীডবাের্ডের উপর অতর্কিত হামলা চালিয়ে একজন মেজর, একজন ক্যাপ্টেনসহ মােট ৮ জন পাক সেনাকে খতম করেছে। এই অভিযানে একটি অতি মূল্যবান বেতার সেট পাওয়া গেছে।
বাংলাদেশ (১): ১; ১০।
১ আগস্ট ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –বাংলাদেশ