You dont have javascript enabled! Please enable it! 1971.08.04 | বাঙলাদেশে এ পর্যন্ত কুড়ি হাজারেরও বেশী পাকসৈন্য খতম - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে এ পর্যন্ত কুড়ি হাজারেরও বেশী পাকসৈন্য খতম

-কর্ণেল ওসমানি বাংলাদেশের কোন এক স্থানে ২রা আগস্ট (পিটিআই) খুব কম করে ধরলেও জানা গিয়েছে যে, ২৫শে মার্চ বাংলাদেশে পাক সেনাদের অভিযান শুরু হওয়ার পর থেকে পাকিস্তানী বাহিনীর ২০ হাজারেরও অধিক অফিসার ও সৈন্য বাংলাদেশে মুক্তিসেনাদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে নিহত হয়েছে। প্রধান সেনাবাহিনী বলেন যে, শত্রুপক্ষের অফিসার ও সৈন্য এত দ্রুত ও অধিক হারে খতম হওয়ায় পাকিস্তানী সেনারা বিচলিত ও হতাশ হয়ে পড়েছে।

বিপ্লবী বাংলাদেশ। ১১।

৪ আগস্ট ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –বিপ্লবী বাংলাদেশ