বাউকাঠি
(বরিশাল) বাউকাঠি (ঝালকাঠি) থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে, গত জুন মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানী দুর্বত্তরা একটি লঞ্চ যােগে আসিয়া এই এলাকায় কতগুলি গৃহে অগ্নিসংযােগ করে। কিন্তু এই গ্রামের বীর জনগণ ও মুক্তিবাহিনী বন্দুক রাইফেল ও ঢাল সড়কি নিয়ে খান দস্যুদের উপর ঝাপিয়ে পরে। ফলে ৩ জন খানসেনা নিহত হয় ও ২৭ জন গুরুতররূপে আহত হইয়া লঞ্চযােগে পালিয়ে যায়। বাংলাদেশের মুক্ত এলাকার কোন একস্থানে আমাদের নিজস্ব প্রতিনিধির সাথে মেজর এ, এ জলিলের এক সাক্ষাৎকারে ঘটে। এই সাক্ষাৎকারের সময় আমাদের প্রতিনিধি মেজর সাহেবকে বহু কর্মব্যস্ত দেখতে পান। আমাদের পত্রিকার জন্য কিছু লেখা চাওয়া হলে তিনি কর্মব্যস্ততার মধ্যেও আবেগের সাথে একটি লেখা দাড়িয়ে দাড়িয়ে মাত্র অল্প সময়ের মধ্যে লিখে দেন। তাই আগামী সংখ্যায় তার কবিতাটি ছাপাবাে বলে আশা রাখি।
বিপ্লবী বাংলাদেশ ১:
১৪ আগস্ট ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –বিপ্লবী বাংলাদেশ