মুক্তিফৌজের তৎপরতা
গত ১৩ই জুলাই সকাল সাড়ে ছয়টায় বিয়ানীবাজার থানা হেড কোয়ার্টারের দেড় মাইল উত্তরে সিলেট ধীরই গ্রাম সি এন্ড বি রাস্তায় অবস্থিত সড়ক ভাঙ্গানির পুলটি মুক্তিফৌজের অতর্কিত আক্রমণে বিধ্বস্ত হয়ে গেছে। পুলের নিকটে পাহারারত ৬ জন রাজাকারকে হত্যা করে ৬টি রাইফেল ও কিছু গােলাবারুদ মুক্তিফৌজের হস্তগত রয়েছে। | গত ১৪ই জুলাই পাক বাহিনীর একটি জীপে গ্রেনেড নিক্ষেপ করা হলে বিয়ানীবাজারের কুখ্যাত মুসলীম লীগের দালাল কালামিয়া আহত হয়। ১৫ই জুলাই শাহবাজপুর এলাকায় এক গেরিলা অভিযানে মুক্তিফৌজের হাতে ১৩ জন খনি সেনা মৃত্যুবরণ করেছে। উল্লেখযােগ্য যে, গত ৭ই জুলাই এখানে এক গেরিলা তৎপরতায় ৭ জন পাকসেনা খতম হয়। গত ৯ই জুলাই বড়গ্রাম বি ও পিতে এক অভিযান চালিয়ে মুক্তিফৌজ দুজন দস্যুকে নিহত করেছে। গত ৪ঠা জুলাই জকিগঞ্জ থানার অধীনস্থ রহিমপুর রাস্তার একটী পাকা সেতু মুক্তিফৌজের গ্রেনেডের ঘায়ে উড়ে গেছে। সেতুটি পাহারারত দুজন গার্ডের দুটি রাইফেলও মুক্তিফৌজের হাতে এসেছে। সেতুগুলি বিনষ্ট ধাওয়ায় যােগাযােগের ক্ষেত্রে এক অচলাবস্থার সম্মুখীন হয়ে খান বাহিনী সংশ্লিষ্ট এলাকাসমূহে তীব্র সঙ্কটের সম্মুখীন হয়ে পড়েছে।
জয়বাংলা (৩) ১৪ সংখ্যা ॥
১৭ জুলাই ১৯৭
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –জয়বাংলা