You dont have javascript enabled! Please enable it! 1971.07.16 | অগ্নিসন্তান মুক্তিযােদ্ধাদের বীরত্ব ও দেশবাসীর মনােবলের প্রশংসা - সংগ্রামের নোটবুক

অগ্নিসন্তান মুক্তিযােদ্ধাদের বীরত্ব ও দেশবাসীর মনােবলের প্রশংসা

মুজিবনগর ১০ই জুলাই, গত ৫ই ৬ই জুলাই বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে এখানে অনুষ্ঠিত অধুনালুপ্ত নিখিল পাকিস্তান আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামীলীগ ওয়ার্কিং কমিটির যুক্ত সভায় পবিত্র মাতৃভূমি উদ্ধারের জন্য হানাদার পাক সেনাদের বিরুদ্ধে দুর্বার। লড়াইয়ে লিপ্ত বীর প্রসবিনী বাংলাদেশের সেই মরণজয়ী অগ্নিসন্তান মুক্তিযােদ্ধাদের ইস্পাত কঠোর মনােবল, অসম সাহসিকতা, অতুলনীয় বীরত্ব এবং অদম্য শৌর্য-বীর্যের উচ্ছ্বসিত প্রশংসা করা হয়। বঙ্গবীরঙ্গনার গৌরব এই দামাল মুক্তিযােদ্ধাগণকে সভায় অভিনন্দন জানান হয়। এ ছাড়া, বাংলার সদাজাগ্রত চিরউন্নতশির জনসাধারণের সুদৃঢ় মনােবলেরও প্রশংসা করা হয়। যারা এই ন্যায়ের সংগ্রাম সমর্থন এবং মুক্তিযােদ্ধাদের সর্বতােভাবে সক্রিয় সাহায্য ও সহযােগিতা করছেন তাদেরও অকুণ্ঠ। ধন্যবাদ জানান হয়। সভায় মুক্তি যােদ্ধাদের কার্যক্রমের এবং দেশের ভবিষ্যৎ পুনর্গঠন ও উন্নয়নমূলক কাজের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার বিষয়ে ব্যাপক আলােচনা অনুষ্ঠিত হয় । স্বীকৃতি দানের আহ্বান সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগণের প্রতিনিধিত্বমূলক একমাত্র বৈধ সরকার, তাই এই সরকারকে স্বীকৃতিদানের জন্য এই সভা বিশ্বের সকল রাষ্ট্রের কাছে। আবেদন জানাচ্ছে। সাহায্যদান বন্ধ করুন সভায় গৃহীত অপর এক প্রস্তাবে বলা হয়, পাকজঙ্গীশাহী এখনও বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে বেআইনী যুদ্ধে লিপ্ত রয়েছে। তাই এই সভা পাক জঙ্গীশাহীকে কোন প্রকার সাহায্য না দেয়ার। জন্য গণতন্ত্র ও মানবতার নামে বিশ্বের সকল রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে।

জয়বাংলা (১) ১ ১০

১৬ জুলাই ১৯৭১ 

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –জয়বাংলা