You dont have javascript enabled! Please enable it! 1971.07.14 | মুক্তিফৌজের তৎপরতা - সংগ্রামের নোটবুক

মুক্তিফৌজের তৎপরতা ৩০শে জুন থেকে একমাত্র উত্তরখণ্ডেই পাক ঘাঁটিগুলির ওপর ক্রমাগত আক্রমণে ও টহলদার সেনাদলের ওপর গুপ্ত অভিযান চালনায় অন্তত ১৮ জন পাকফেীজ নিহত হয়েছে বলে জানা গেছে। শ্রীহট্ট খণ্ডে সাফল্য মুক্তিফৌজ কমপক্ষে ৭ জন পাকিস্থানী সৈন্যকে খতম করেছেন শ্রীহট্ট জেলার জাকিগঞ্জ থানা এলাকায়। ঐ জেলারই জয়ন্তিয়াপুর অঞ্চলে আকস্মিক আক্রমণে তিনজন পাকফৌজ নিহত হয়েছে এবং একজন বেতার কর্মী। রংপুরে মুক্তিফৌজের অভিযান রংপুর জেলায় মুক্তিফৌজ চিলাহাটির নিকটে একটি সামরিক ঘাঁটির ওপর আক্রমণ চালান এবং অন্তত দুইজন পাকফৌজকে নিহত ও অনেককে আহত করেন। একই জেলার ঠাকুরগাঁও-এ একটি সেতু উড়িয়ে দেওয়া হয়েছে। দিনাজপুর, পালিতলা ও থীরগঞ্জ এলাকায় পাক সেনাবাহিনীর ওপর গােপন আক্রমণ চালনার ব্যাপারে গেরিলারা বিশেষ তৎপর হয়ে উঠেছেন। রাজশাহী ও দিনাজপুরে তৎপরতা গেরিলা বাহিনী ৩০শে জুন রাত্রে রাজশাহীর একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আক্রমণ চালান। এই আক্রমণে বিদ্যুৎ কেন্দ্রটি অচল হয়ে পড়েছে।  ওদিকে গতকাল দিনাজপুর জেলায় মুক্তিফৌজ একটি পাক টহলদার বাহিনীর ওপর গােপন আক্রমণ চালিয়ে ছয়জন খান সেনাকে খতম করেন। এরপর পাক সৈন্যেরা পশ্চিমবঙ্গের রাধিকাপুর গ্রামের বিপরীত দিকে দুইটি গ্রাম পুড়িয়ে দেয়। শ্রীমঙ্গলের নিকট পাকফৌজ হতাহত পূর্ব রণাঙ্গণে মুক্তিফৌজ ৩০শে জুন শ্রীমঙ্গলের নিকট পাক সামরিক ঘাঁটিতে গুলী বর্ষণ করেন এবং বেশ কতজন পাকফৌজকে হতাহত করেন। | চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এলাকাতেও মুক্তিফৌজ নিতান্ত সক্রিয়। কুমিল্লা রণাঙ্গণে ১লা জুলাই কুমিল্লা জেলার আমজেদগরে একটি পাকিস্তানী গােলন্দাজ বাহিনী আক্রান্ত হয়। প্রতিশােধ নিতে যেয়ে পাক সৈন্যরা ১৫ জন অসামরিক নাগরিককে নিহত করে। দক্ষিণ-পূর্ব খন্ডে ৭০ জন খানসেনা নিহত আগরতলা, মুক্তিফৌজ কমান্ডাে সাফল্যের সঙ্গে অভিযান চালিয়ে ৩রা জুলাই দক্ষিণ-পূর্ব রণাঙ্গণে ৭০ জনের অধিক পাক সৈন্যকে নিহত করেছেন। মুজিবনগরে প্রাপ্ত সংবাদে জানা যায় যে, উক্ত দিবস কসবা অঞ্চলেই এক প্রচন্ড সংগ্রামে মুক্তিফৌজ কমান্ডাের হাতে খতম হয়েছে প্রায় ৬০ জন খান সেনা। ঐ দিন পাক সৈন্যরা যখন সিঙ্গারবিল রেলওয়ে সেতুটি মেরামত করছিল, সেই মুহূর্তে মুক্তিফৌজ কমান্ডাে ভয়াবহ আক্রমণ চালান এবং ৮ জন পাক ফৌজের প্রাণনাশ করেন। কুমিল্লা খণ্ডের ঘােলাপাড়াতেও মুক্তিফৌজের গোপন আক্রমণে অন্তত চারজন খান সেনা খতম হয়েছে।

স্বাদশ ১ : ৩ :

১৪ জুলাই ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –স্বাদশ