You dont have javascript enabled! Please enable it! 1972.01.24 | চীন বাংলাদেশে তাদের মিশন বন্ধ করেছে - সংগ্রামের নোটবুক

২৪ জানুয়ারী ১৯৭২ঃ চীন বাংলাদেশে তাদের মিশন বন্ধ করেছে।

চীন সরকার বাংলাদেশে তাদের কনস্যুলেট বন্ধ করায় সেখানের ৩৯ জন কর্মচারী ২টি বার্মিজ বিমানে করে ঢাকা ত্যাগ করেছে। গণচীন এ বিষয়ে বার্মার সহযোগিতা চাইলে বার্মা সরকার তাদের প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকারের অনুমতি চায়। বাংলাদেশ সরকার অনুমতি দেয়ার পর বার্মা তাদের নেয়ার জন্য দুটি বিমান পাঠায়। তবে পিকিং এ পাকিস্তান দুতাবাসে কর্মরত সকল বাঙালি কর্মচারীকে বার্মার তত্ত্বাবধানে ফিরিয়ে আনার জন্য চীনা সরকারকে বার্মার মাধ্যমে জানানো হয়েছে।