২৪ জানুয়ারী ১৯৭২ঃ পররাষ্ট্র নীতি প্রসঙ্গে সামাদ আজাদ
পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ঢাকায় নিজ অফিসে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সাথেই সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। একই নীতিমালায় সরকার চীন ও যুক্তরাষ্ট্রের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করবে। তিনি বলেন আমরা সকল প্রকার সামরিক জোট,চুক্তি ও গোষ্ঠীর বাইরে থাকতে চাই। তিনি বলেন আমরা প্রতিবেশী দেশ গুলির সাথে আমরা নিবিড় সম্পর্ক স্থাপন করতে চাই। আমরা সামরিক খাতে ব্যয় কমাতে চাই। চীন প্রসঙ্গে মন্ত্রী বলেন ৯ মাসের যুদ্ধে চীন পাকিস্তানকে সমর্থন করেছিল কিন্তু স্বাধীন বাংলাদেশের সাথে চীনের কোন বিরোধ নেই। আমরা দ্বিপাক্ষিক নীতির মাধ্যমে তাদের সাথে মিলেমিশে থাকতে চাই। যুক্তরাষ্ট্র প্রসঙ্গে তিনি বলেন নিক্সন প্রশাসন পাকিস্তানের পক্ষে থাকলেও তাদের জনগন বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে। তিনি আশা করেন নিক্সন প্রশাসন তাদের জনগনের মনোভাবের স্বীকৃতি দেবেন। পাকিস্তানের সাথে সম্পর্ক বিষয়ে তিনি বলেন আগে পাকিস্তানের কাঠামো ঠিক হোক তার পর সিদ্ধান্ত নেয়া হবে।