২৪ জানুয়ারী ১৯৭২ঃ জয়দেবপুরে আব্দুল মান্নান
জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক এবং এমএনএ জয়দেবপুরে এক শ্রমিক সমাবেশে বলেছেন গৃহহীনদের পুনর্বাসনে যে দেশই হোকনা কেন শর্তহীন সাহায্যের প্রস্তাব করলে সরকার তা গ্রহন করবে। তিনি শ্রমিকদের দেশের পুনর্গঠন কাজে আত্মনিয়োগের উপদেশ দেন। সভায় সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার এবং আরও বক্তব্য রাখেন আব্দুর রহমান ও নুর মোহাম্মদ। এর আগে আব্দুল মান্নান শনিবার বরিশাল লঞ্চ ঘাটে এক শ্রমিক সভায় বক্তব্য রাখেন। তিনি মুক্তিযোদ্ধাদের অবিলম্বে অস্র সমর্পণের আহবান জানান। উল্লেখ্য জনাব মান্নান মুজিব বাহিনীর এক জন আঞ্চলিক কমান্ডার।