You dont have javascript enabled! Please enable it!

না দেখা মায়ের খোঁজে যুদ্ধশিশু রাণী। শুনুন তার অসহ্য কষ্টের কথা। দত্তক পিতামাতা আর প্রাচুর্য থাকলেও কিছুই মেনে নিতে পারেন না রাণী। অবশেষে ২৭ বছরে আত্মহননের পথ বেছে নেন তিনি। শুনুন সেই দুঃসহ বিবরণ।
কণ্ঠ দিয়েছেন – অপরাজিতা নীল। ভিডিও তৈরি করেছেন – অপরাজিতা নীল। মূলত মুক্তিযুদ্ধের বই যাদের পড়ার সময় নেই তাদের জন্য আমাদের এই অভিযান। এই ভিডিওটি কিছুদিন পরপর ফেসবুকে পোস্ট করা হবে। আপনারা যারা কণ্ঠ বা ভিডিও দিতে চান পেইজে ইনবক্স করুন।

যুদ্ধশিশু রাণীর আত্মহনন – কণ্ঠ ও ভিডিও – অপরাজিতা নীল