You dont have javascript enabled! Please enable it! 1971.12.06 | যৎকিঞ্চিৎ - সংগ্রামের নোটবুক

যৎকিঞ্চিৎ

পাকিস্তানের সহিত যুদ্ধ আরম্ভ হওয়ায় কলিকাতার হাসপাতালগুলির চিকিৎসা ও পরিচালন ব্যবস্থার উন্নতির জন্য দৃষ্টি দেওয়া দরকার। মহানগরীতে কিছু না-ঘটিলেও সীমান্তের ওপার হইতে আহত রােগী এখানে আসিতে পারে ধরিয়া লইয়াই হাসপাতালগুলিকে প্রস্তুত থাকিতে হইবে, কলিকাতায় বিমান-আক্রমণের মহড়া। ও অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া হইলেও হাসপাতালের কথা ভাবা হয় নাই। এদিক হইতে। গত বৃহস্পতিবার বাঙ্গুর হাসপাতালের বিভিন্ন অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে দক্ষিণ কলিকাতার কংগ্রেস, যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ কর্মীদের বিক্ষোভ খুবই সময়ােপযােগী। ওই হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে। দুইটি অচল। যে শহরে অ্যাম্বুলেন্সের অভাব প্রকট, সেখানে অকেজো অ্যাম্বুলেন্স দুইটি তাড়াতাড়ি মেরামত  করা উচিত। অক্সিজেনের অভাবে হাসপাতালগুলিতে সঙ্কট সৃষ্টি হইয়াছে। এজন্য ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের শল্য-বিভাগে নতুন সাধারণ রােগীর ভর্তি বন্ধ ! জরুরি অবস্থায় হাসপাতালের বর্তমান চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য দ্রুত অকেজো অ্যাম্বুলেন্স মেরামত, অক্সিজেন সরবরাহ এবং প্রয়ােজনীয় ঔষধ মজুত রাখার জন্য রাজ্য সরকার বিশেষ করিয়া স্বাস্থ্য-দপ্তর ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্যোগী হওয়া প্রয়ােজন।

৬ ডিসেম্বর, ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৮, আনন্দবাজার পত্রিকা