২৩ জানুয়ারী ১৯৭২ঃ সন্তোষে মওলানার প্রথম রাজনৈতিক কর্মসূচী।
ভারত থেকে সন্তোষ আসার পর মওলানা ভাসানি আজ বাসসকে বলেন তিনি ৩০ জানুয়ারী ঢাকা যাবেন। ৬ ফেব্রুয়ারী তার দলের কার্যনির্বাহক কমিটির বৈঠকে যোগ দিবেন। টাঙ্গাইলে ন্যাপ অফিসে পৌঁছে তিনি বলেন সমাজতন্ত্র প্রতিষ্ঠায় তার দল সরকারকে সমর্থন দিবে। তিনি বলেন নতুন স্বাধীনতা প্রাপ্ত দেশটির স্বাধীনতা নস্যাতের জন্য কোন কোন শক্তি এখনও তৎপর রয়েছে। তিনি মশিউর রহমানকে দলের সাধারন সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যেতে এবং ৬ ফেব্রুয়ারী তার দলের কার্যনির্বাহক কমিটির বৈঠক ডাকতে নির্দেশ দেন। স্বাধীনতা যুদ্ধে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করেছে তিনি তাদের শাস্তি দাবী করেন।