You dont have javascript enabled! Please enable it! 1971.10.10 | বঙ্গবন্ধুর মৃত্যু হয়নি- পাক প্রতিনিধির আশ্বাস - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর মৃত্যু হয়নি- পাক প্রতিনিধির আশ্বাস

রাষ্ট্রস, ১৪ই অক্টোবর—যে সামরিক আদালত শেখ মুজিবর রহমানের বিচার করছেন সেই আদালত তাঁর প্রতি মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন এই সংবাদে রাষ্ট্রসঙ্ েভারতের স্থায়ী প্রতিনিধি শ্ৰীসমর সেন গতকাল উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানী প্রতিনিধি তাকে আশ্বাস দিয়ে বলেন যে, শেখের মৃত্যু হয়নি। পাক প্রতিনিধি অবশ্য শেখের মৃত্যু দণ্ডাদেশ স্বীকার করেননি কিংবা অস্বীকার করেননি।

বাংলাদেশ (১) # ১: ১৬

১১ অক্টোবর ১৯৭১