৮ সেপ্টেম্বর ‘৭১ ত্রিপুরায় পাক-গােলায় ৫ জন শরণার্থীর মৃত্যু
স্টাফ রিপাের্টার । আগরতলা, ৯ সেপ্টেম্বর-আজ ভােরে পাকগুলি-গােলায় অন্তত ৫ জন বাংলাদেশ-শরণার্থী মারা যান এবং ২৯ জন আহত হন। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর! পশ্চিম ত্রিপুরা জেলার সােনামুড়ার কাছে ভারতীয় গ্রাম বড়নারায়ণপুরে এই ঘটনা ঘটে। সরকারী সূত্রে এই খবর পাওয়া যায়। উল্লেখযােগ্য বড়নারায়ণপুরে বহুসংখ্যক শরণার্থী এসে আশ্রয় নিয়েছেন। ওপারে বাংলাদেশের কুমিল্লা।
ইউ এন আই ।
আনন্দবাজার পত্রিকা