১৯ আশ্বিন ১৩৭৮ বুধবার ৬ অক্টোবর ১৯৭১
“আমাদের যুদ্ধ আমাদেরই করতে হবে, আমাদের স্বাধীনতা আমাদেরই অর্জন করতে হবে। যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ প্রশ্নের সমাধান নিহিত।” সাপ্তাহিক জয় বাংলা প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধান মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। বিভিন্ন স্বার্থবাদী মহলের পক্ষ থেকে ‘রাজনৈতিক আপোষ’ ‘সমঝোতা’ প্রভৃতির বিষয়ে প্রশ্নোত্তর প্রধান মন্ত্রী আহমেদ বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি পূর্ণবার দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করতে চাই যে, আমাদের সরকারের চারদফা পূর্বশর্ত-বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি, বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিনাশর্তে মুক্তি, বাংলাদেশ থেকে সমস্ত পাকিস্তানী সৈন্য প্রত্যাহার এবং বাংলাদেশে এহিয়া বাহিনীর ধ্বংস লীলার পূর্ণ ক্ষতিপূরণ না হওয়া পর্যন্ত কারো সাথে কোন আলচনারই প্রশ্ন উঠতে পারে না। … পূর্ণ স্বাধীনতাই আমাদর লক্ষ্য। এবং তা অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধের বিরতি হবে না।… মুক্তিবাহিনী আজ সুসংগঠিত, জাতি সংঘবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ।…. যুদ্ধ ক্ষেত্রেই হবে বাংলাদেশের পুর্ণ স্বাধীনতার চূড়ান্ত ফয়সালা।’
বিদেশী পত্র-পত্রিকায় প্রকাশ, পাকিস্তান সরকার এবারেই স্বীকার করছে যে, দেশে অভ্যন্তরীন ধ্বংসাত্নক কার্যকলাপ ও বহি আক্রমনের ফলে গভীর অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে।
অবসর প্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান দাবী জানান জেনারেল ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমা শেখ মুজিব সহ সকলের জন্য প্রযোজ্য হওয়া উচিত।
পিপিপি নেতা নুরুল আমীন বলেন পুর্ব পাকিস্তানের জন্য উর্দ্দু এবং পশ্চিম পাকিস্তানের জন্য বাংলা অবশ্যিক ভাষা হওয়া উচিত।
মুক্তিবাহিনী রাজশাহী জেলার সীমান্তগ্রাম ঘোষপুর পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালালে উভয় দলের প্রচণ্ড সংঘর্ষ হয়। মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে। কুমিল্লা রণাঙ্গনেও মুক্তিযোদ্ধারা গোপিনাথপুর, চান্দিনা, সালদানদি ও নয়নপুরে পাকিস্তান বাহিনীর ওপর হামলা চালায়।
রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেরিলা আক্রমণে গেট প্রহারারত ৩ জন রাজাকার নিহত ও ২ জন আহত হয়।
বাংলাদেশ বিষয়ে আর্ন্তজাতিক সম্মেলনে সিংহলের (শ্রীলঙ্কা) প্রতিনিধি স্যার সেনারত্ন গুণবর্দ্ধনে বলেন সিংহল সরকারের উচিত জাতিসংঘে বাংলাদেশ প্রশ্ন উত্থাপন করা এবং সমর্থন করা তিনি বাংলাদেশের গণহত্যা বন্ধ করার আহবান জানান।
-যশোর জেলার ছুটিপুরে মুক্তিবাহিনী বেলা ১টায় ৩ ইঞ্চি মর্টারের সাহার্যে ১০ রাউণ্ড গোলাবর্ষণ করে।
-নোয়াখালী জেলার পরশুরামে মুক্তিবাহিনী রাত একটায় ভারী মর্টার থেকে ২০১ রাউণ্ড গোলাবর্ষণ করে।
-খুলনা জেলার ভোমরা এলাকায় মুক্তিবাহিনী ফিল্ডগান থেকে ৭ রাউন্ড গোলাবর্ষণ করে।
-খুলনার জেলার কাকডাঙ্গা এলাকায় মুক্তবাহিনী ফিল্ডগান থেকে ৮ রাউণ্ড ও ৩ ইঞ্চি মর্টার থেকে ১২ রাউণ্ড গোলাবর্ষণ করে। রাত ১০টায় এ অপারেশন শুরু হয়।
মার্কিন সেনেটর বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি পাকিস্তানকে সকল প্রকার সাহায্য দান সম্পর্কিত প্রস্তাব অনুমোদন করেন। (সংবাদপত্র)
-দি গার্ডিয়ান এর সম্পাদকীয় নিবন্ধে কলকাতার শরণার্থী শিবির গুলিকে পাকিস্তানের ধ্বংসবশেষ বলে উল্লেখ করে এবং ইয়াহিয়া খানের সৈন্য বাহিনীকে তার জন্য দায়ী করা হয়। এই নিবন্ধে আমেরিকা কর্তৃক পাকিস্তানের সামরিক অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার ও নিন্দা করা হয়।
-India Has firmly rejected bilateral negotiations with Pakistan on Bangladesh, Mr Mahmud Ali, leader of the Pakistan delegation to UN threatens third World War unless India is restrained. Freedom fighters bomb power plant Dacca(সংবাদপত্র)
Reference:
একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী