২২ জানুয়ারী ১৯৭২ঃ ওসমানীর রেসকোর্সে ২ ইবি ব্যাটেলিয়ন পরিদর্শন
এম এ জি ওসমানী রেসকোর্সে সাবেক ৩ নং সেক্টরের ব্যাটেলিয়ন পরিদর্শন করেছেন। ২ ইবি ব্যাটেলিয়ন সিও মেজর মইনুল তাকে স্বাগত জানান।তিনি সেখানে তাদের উদ্দেশে বলেন জাতি গর্ব করতে পারে এমন ভাবে তাদের গড়ে তোলার আহবান জানান। এ সময় ওসমানীর সাথে ছিলেন মেজর সফিউল্লাহ । স্বাধীনতার পরপর ২ ইবিকে ঢাকায় রাখা হয়। ভারতীয় বাহিনীকে ক্যান্টনমেন্ট এ রাখায় তাদের এখানে ক্যাম্প করা হয়। পরে ওসমানী নৌবাহিনী ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে এক ভাষণে তিনি সশস্র বাহিনীকে রাজনীতির ঊর্ধে থাকার আহ্বান জানান। তিনি বলেন নৌবাহিনীকে কিভাবে গড়ে তোলা হবে তার পরিকল্পনা করা হচ্ছে।