পাক–সেনাবাহিনীর ৪ জন বাঙালি অফিসার ভারতে আশ্রয় নিলেন
জম্মু, ২৭ জুলাই–পাকিস্তানী সেনা বাহিনীর ৪ জন বাঙালি অফিসার গতকাল সীমান্ত অতিক্রম করে ভারতে এসে আশ্রয় গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে একজন সপরিবারে এসেছেন।
এই ৪ জনকে নিয়ে গত এক মাসের মধ্যে পাক সেনাবাহিনীর ১০ জন অফিসার ভারতে চলে এসেছেন।
গতকাল চাষে পাক–ভারত সীমান্ত অতিক্রম করে পাক সেনাবাহিনীর ৪ জন মেজর ভারতীয় সীমান্ত রক্ষীদের কাছে আত্মসমর্পণ করেন। তাঁদের একজনের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী এবং ৩ বছরের মেয়ে ও ২ বছরের ছেলে। বাঙালি অফিসাররা কিরকম নিদারুণ অবস্থার মধ্যে পঃ পাকিস্তানে দিন কাটাচ্ছেন, তাঁরা তা জানান। তারা আরও বলেন, অধিকাংশ অফিসারই ভারতে চলে আসার জন্য উদগ্রীব। | গত ৫ ও ৬ জুন পাক সেনাবাহিনী ২ জন ল্যান্স নায়েক প্রথম সীমান্ত পার হয়ে ভারতে আসেন। তারপর গত ৬ জুলাই ৪ জন ক্যাপটেন এসে ভারতে আশ্রয় নেন।
পি টি আই । ২৮ জুলাই ‘৭১