ওয়াশিংটন পাক দূতাবাসে দুজন বাঙালি বরখাস্ত
নয়াদিল্লি, ১৯ মে-ওয়াশিংটনের পাক দূর্তাবাস পূর্ব বাংলার দু’জন কর্মীকে বরখাস্ত করেছেন। এঁদের অপরাধ-একজন পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে আয়ােজিত এক সমাবেশে যােগ দিয়েছিলেন। অন্যজন একটি শান্তিপূর্ণ মিছিলে যােগ দিয়েছিলেন।
বরখাস্ত কর্মী দু’জনের একজন হলেন, শিক্ষা দফতরের সহকারী অফিসার শ্রীআবদুল রেজ্জাক খান। তিনি ১৯৬৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে দূতাবাসে কাজ করছেন।
পি টি আই। ২০ মে ‘৭১