You dont have javascript enabled! Please enable it! 1971.12.29 | বাংলাদেশ সরকার শরণার্থীদের পুনর্বাসনের কাজ ত্বরান্বিত করতে চান - সংগ্রামের নোটবুক

শরণার্থী পুনর্বাসনে ভারত সাহায্য দেবে ঢাকা, ২৮ ডিসেম্বর-ভারত থেকে যেসব শরণার্থী এখন আবার বাংলাদেশে ফিরে আসছেন, তাঁদের পুনর্বাসনের উদ্দেশ্যে ভারত গৃহনির্মাণের জন্য প্রয়ােজনীয় সামগ্রী দেবে। | ভারতের যােজনা কমিশনের সদস্য শ্রীসুখময় চক্রবর্তী গতকাল এখানে বাংলাদেশের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী শ্রী এ এইচ এম কামারুজ্জামানের সঙ্গে এক বৈঠকের সময়ে ওই আশ্বাস দেন। বৈঠকে শরণার্থী ও বাস্তুচ্যুতদের ত্রাণ ও পুনর্বাসনের চাহিদা নিয়ে আলােচনা হয়।

শ্রীকামারুজ্জামান বলেন-বাংলাদেশ সরকার শরণার্থীদের পুনর্বাসনের কাজ ত্বরান্বিত করতে চান। ত্ত্ব মাসের মধ্যে সব শরণার্থীর দেশে ফিরে আসা ও পুনর্বাসনের কাজ সম্পূর্ণ হবে বলে তারা আশা করেন। শরণার্থীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসূচীও নেওয়া হবে।

২৯ ডিসেম্বর ‘৭১

আনন্দবাজার পত্রিকা