You dont have javascript enabled! Please enable it! 1971.09.12 | শরণার্থীদের জন্য গলফ ক্লাবের ৪৬ হাজার টাকা দান - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের জন্য গলফ ক্লাবের ৪৬ হাজার টাকা দান। রয়াল ক্যালকাটা গলফ ক্লাবের কর্তৃপক্ষ থেকে ওই ক্লাবের ক্যাপটেন শ্রী বি এম খৈতান সােমবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী এ এল ডায়াসের হাতে বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের জন্য ৪৬ হাজার টাকার চেক দেন। ওই সময় ক্লাবের পক্ষে আরও উপস্থিত থাকেন সর্বশ্রী দিলীপ বসু এ এস মালিক, আর জি এস নইরন, বলরাম সিং।

রেডক্রশকে দশ হাজার টাকা দান বন্যার্ত ও শরণার্থীদের সাহায্যে কলকাতার আরিস ইনডাসট্রিজ প্রাইভেট লিঃ-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী জে সি নানগিরা ইনডিয়ান রেডক্রশ সােসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার চেয়ারম্যান শ্রী জে সি দে-র হাতে সােমবার দশ হাজার এক টাকার একখানি চেক দেন।

আরও দান। দি জেনারেল ইনসিওরেনস এমপ্লয়িজ অ্যাসােসিয়েশন-এর পূর্বাঞ্চল শাখা বাংলাদেশ মিশনকে দিয়েছেন ৫৭৭৭৭ টাকা। মধ্য কলকাতা জাতীয় বিদ্যালয় (বালিকা) এবং মধ্য কলকাতা জাতীয় বিদ্যালয়ের ছাত্র,

ছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ ২৮৫ টাকা ও একটি রেডিও দিয়েছেন মুক্তিযােদ্ধাদের জন্য। ওয়েসট বেঙ্গল ননরেজিস্টার ডকটরস অ্যাসােসিয়েশন মুক্তিযােদ্ধাদের জন্য মেয়রের তহবিলে ৫০১ টাকা দিয়েছেন।

শরণার্থী সত্ত্বেও ‘৭২ সনে খাদ্য আমদানি বন্ধ পাটনা, ৬ সেপ্টেম্বর-১৯৭২ সাল থেকে আর খাদ্য আমদানি করা হবে না বলে ভারত সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব বঙ্গের শরণার্থীদের আগমনে সেই সিদ্ধান্ত বদলাচ্ছে না। আজ এখানে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী শ্রীফকরুন্দিন আলি আহমেদ একথা বলেন।

-পিটিআই।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা