মানা শিবিরে বিক্ষোভ পুলিশের গুলিতে ২ জন নিহত রায়পুর, ১৮ সেপ্টেম্বর-আজ এখান থেকে ২৫ কি: মি: দূরে কেন্দ্রী শিবিরে একদল বিক্ষুব্ধ শরণার্থীকে শান্ত করতে সশস্ত্র পুলিশ বাহিনী গুলি চালায়। অভিযােগ এতে ২ জন শরণার্থী মারা যায়। | প্রকাশ, এদিন সকাল ১১টা নাগাদ বুলগার গম দেওয়ার প্রতিবাদে একদল বিক্ষুব্ধ শরণার্থী ওই শিবিরে কয়েকজন অফিসারকে আক্রমণ করে। তখন ওই শিবিরের অধিনায়ক বেরিয়ে এসে বিক্ষুব্ধ শরণার্থীদের সঙ্গে দেখা করতে এলে তিনিও আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে পাঠানাে হয়েছে।
পুলিশ আক্রমণকারীদের ছত্রভঙ্গ করার জন্য প্রথমে কাঁদানে গ্যাস ছোঁড়ে। কিন্তু আক্রমণকারীরা যখন লাঠি এবং পাথর নিয়ে অফিসারদের আক্রমণ করতে উদ্যত হয় তখন বাধ্য হয়েই পুলিশকে গুলি চালাতে হয়।
খবর পেয়ে রায়পুর থেকে ঘটনাস্থলে প্রচুর পুলিশ ছুটে আসে। সরকারী সূত্রে বলা হয়, সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ অফিসার এবং কনসটেবল আহত হয়।
বিক্ষুব্ধ শরণার্থীরা পরে রায়পুরের জেলা শাসকের সঙ্গে দেখা করলে তিনি একজন বাঙ্গালী অফিসার দিয়ে ওই ঘটনার তদন্ত করার আশ্বাস দেন। মৃত ব্যক্তিদের ময়না তদন্ত করা হবে বলে তিনি জানান। ভবিষ্যতে ওই গম শরণার্থীদের দেওয়া হবে না বলে জেলা শাসক প্রতিশ্রুতি দেন।
| পি টি আই। ১৯ সেপ্টেম্বর ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা