শরণার্থী শিবিরে দেশাত্মবােধক সঙ্গীতের আসর ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও জনসংযােগ বিভাগের যৌথ উদ্যোগে সম্প্রতি আমডাঙ্গা ও সাধনপুরে শরণার্থী শিবিরে দেশাত্মবােধক সঙ্গীত পরিবেশন করা হয়। বাংলাদেশ মুক্তি সংগ্রাম শিল্পী সংস্থা। এই দুটি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমডাঙ্গা উন্নয়ন আধিকারিক শ্রীপূর্ণেন্দুকুমার গােস্বামী। শিল্পী সংস্থার নেত্রী বেগম নুরজাহান মুরশেদ শরণার্থীদের সাহায্য করার জন্য ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
৪ সেপ্টেম্বর ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা