সীমান্তে বেস হাসপাতালে দুই রাজ্যপাল বুধবার দুপুরে মহারাষ্ট্রের রাজ্যপাল নবাব আলি ইয়ার জং ও পশ্চিম বঙ্গের রাজ্যপাল শ্রীশান্তি স্বপন ধাওয়ান বনগাঁতে আনন্দবাজার পত্রিকা হিন্দুস্থান ষ্ট্যান্ডার্ড ও দেশ সংবাদপত্র গােষ্ঠী পরিচালিত বেস হাসপাতালটি পরিদর্শন করেন। হাসপাতালের পরিচালকমন্ডলীর পক্ষ থেকে শান্তিরঞ্জন সেনগুপ্ত ও বাংলাদেশ রেডক্রস সােসাইটির সভাপতি ডা. আসাহবুল হক রাজ্যপালদ্বয়কে হাসপাতালটি ঘুরিয়ে দেখান। দুজনেই প্রত্যেকটি আহত রােগীর সঙ্গে কথাবার্তা বলেন এবং কীভাবে কী পরিস্থিতিতে তারা পাকিস্তানী হানাদারদের গুলিতে আহত হন বার বার প্রশ্ন করে জেনে নেন। তারা রােগীদের ফল বিতরণ করেন। দুজনেই হাসপাতালের ব্যবস্থাপনার প্রশংসা করেন।
মহারাষ্ট্র প্রদেশ বাংলাদেশ সহায়ক সমিতির সম্পাদক শ্রীসলিল ঘােষ জেলা শাসক শ্রীরথীন সেনগুপ্ত, পশ্চিম বঙ্গের স্বাস্থ্য বিভাগের অধিকর্তা ডা. হীরালাল সাহা বনগাঁর অতিথিকে জেলা শাসক শ্রীনসকর প্রভৃতিও রাজ্যপালদ্বয়ের সঙ্গে ছিলেন।
৫ আগস্ট ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা