You dont have javascript enabled! Please enable it! 1971.05.08 | জয় হবেই - সংগ্রামের নোটবুক

জয় হবেই

স্বাধীন বাংলাদেশের ওপর ‘ইয়াহিয়া সরকার যে নির্যাতন চালাচ্ছে ইতিহাসে তার তুলনা নেই এবং এই অত্যাচারের নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। কিন্তু এই প্রসঙ্গে আপনার পত্রিকা দৈনিক আনন্দবাজারের ভূমিকা সবিশেষ উল্লেখযােগ্য। আনন্দবাজার পত্রিকার দৃপ্ত প্রতিবাদ, বাস্তবনিষ্ঠ ক্ষুরধার লেখনী ও শ্রদ্ধেয় সাংবাদিকগণের সাহসিকতার বিরল দৃষ্টান্ত নিঃসন্দেহে গর্বের এবং প্রশংসার দাবি রাখে। | বর্বর ইয়াহিয়া সরকারের ভাড়াটে জঙ্গীবাহিনী স্বাধীন বাংলাদেশে যে নরমেধ যজ্ঞ করছে তার কারণ কী? কারণ মাত্র একটাই। সেটা হল বাঙালী নিশ্চিহ্ন করা। ধন্য ইয়াহিয়ার ইসলাম প্রীতি! ইসলাম ধর্মাবলম্বী নিরীহ মানুষদের খতম করে ইসলামাবাদ সুপ্রতিষ্ঠিত (?) করার এহেন জঘন্য অপকৌশল পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব। সত্যিই ইয়াহিয়ার ইসলামধর্মপরায়ণতার নজির মুঘল বাদশাহ আওরঙ্গজেবকেও হার মানায়। 

আজ আমাদের মনে রাখতে হবে ওপার বাংলার জয় মানে সত্যের ও ন্যায়-ধর্মের জয়। মুজিবের জয় বাঙালীর জয়। আজকার এ সংগ্রাম স্বাধিকারের সংগ্রাম-এ লড়াই আত্মমর্যাদা রক্ষার লড়াই। পৃথিবীতে আজ পর্যন্ত কোন অশুভ শক্তি কোন জাতিকে চিরতরে নিঃশেষ করে দিতে পারেনি। ইতিহাস এই সাক্ষ্যই দেয়। বাঙালী একটা জাতি। সুতরাং এই জয় আমাদের হবেই।

-আবদুল জব্বার পানা, ২৪ পরগণা।

৮ মে, ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খন্ড -০৭ , আনন্দবাজার পত্রিকা