॥ ২॥ চিঠি স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান শুনে অত্যন্ত আনন্দ পাই এবং প্রেরণা বােধ করি। প্রতিটি বক্তার বক্তব্য নির্ভীক এবং আগাগােড়া রুচিসম্মত। অধিকৃত ঢাকা বেতার কেন্দ্রের মতন এঁরা কখনাে গালা গালির আশ্রয় নেন না। বস্তুত এত অল্প প্রস্তুতির এর উদ্যোক্তা যে এমন একটি বেতার অনুষ্ঠানের আয়ােজন করতে পেরেছেন তা সত্যিই বিস্ময়কর। এবং মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত সহায়ক।
-শান্তনু চৌধুরী
কলিকাতা-২৬
২৫ আগষ্ট, ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খন্ড -০৭ , আনন্দবাজার পত্রিকা