You dont have javascript enabled! Please enable it! লক্ষ লক্ষ হিন্দুরও বিপদ - পাক-রাজনীতির ভাষ্যকার - সংগ্রামের নোটবুক

লক্ষ লক্ষ হিন্দুরও বিপদ

— পাক-রাজনীতির ভাষ্যকার

ভারত সরকার আজও মুজিবর রহমানের বাংলাদেশকে স্বীকৃতি দেননি। কিন্তু একদিকে যেমন সাধারণভাবে, হিন্দু-মুসলিম নির্বিশেষে, ওই নবজাগ্রত ভুখণ্ডের নিপীড়িত সমগ্র জনসমাজের মুক্তিস্পৃহাকে সম্মান দেবার জন্য, অন্য দিকে তেমনই বিশেষভাবে সেখানকার হিন্দুসমাজকে ইয়াহিয়া খাঁর রােষানল থেকে রক্ষা করবার জন্যও ভারতের আজ এগিয়ে আসা দরকার। শনিবার দিন যশােহর জেলার ঝিকরগাছির কাছে বিশিষ্ট কয়েকজন আওয়ামী নেতার সঙ্গে কথা বলবার পরে এই সিদ্ধান্তেই আমকে পৌছাতে হল। তারা বললেন “আর কিছু না হােক, বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দুকে বাঁচাবার জন্যও ভারত সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে বলুন।” | ওঁরা জানালেন যে, ২৫ মারচ তাদের বর্বর অভিযান শুরু করার আগে, ইয়াহিয়া-হামিদ খান-টিক্কা ও ভুট্টো-চক্র একটি অত্যন্ত গােপন কিন্তু সুনিশ্চিত সিদ্ধান্ত নিয়েছিল ? যেভাবে হােক পূর্ববাংলাকে হিন্দু-শূন্য করা। পশ্চিম পাকিস্তানের জঙ্গী-চক্রের কাছে পূর্ব-বাংলার হিন্দুদের সবচাইতে বড় অপরাধ? তারা অসাম্প্রদায়িক নেতা মুজিবরের সমর্থক। নির্বাচনে শেখ মুজিবরকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে জাতীয় পরিষদে তাঁর দলের আসন সংখ্যা তারা বাড়িয়ে দিয়েছে। ইহাহিয়া তার শােধ নিতে বদ্ধপরিকর। তাঁর দ্বিতীয় পরিকল্পনা ও ঐসলামিক একটি রাষ্ট্রের রাজনীতিতে যাতে হিন্দুরা কোন অংশ না নিতে পারে তার পাকাপােক্ত ব্যবস্থা করা। তৃতীয়ত নব্বই লক্ষ হিন্দুদের একটা মস্ত অংশকে নিধন বা দেশ ছাড়া করে পূর্ববঙ্গের জনসংখ্যার মেজরিটি কমানাে। জঙ্গী চক্রের পরিকল্পনার মধ্যে ছিল ?

(ক) সামরিক অভিযানে বিভিন্ন অঞ্চলে হিন্দু এলাকাগুলি ধ্বংস করে পাইকারী হারে হিন্দু হত্যা। এই প্ল্যান অনুযায়ীই ঢাকা শহরের হিন্দুঅধ্যুষিত শাখারী টোলাকে ফৌজি বাহিনী প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। | (খ) এর পরেও যেসব হিন্দু বেঁচে যাবে তাদের বন্দুকের মুখে বা শােচনীয় অর্থনৈতিক সংকট বা অনাহারে ফেলে ভিটেমাটি ছেড়ে দেশত্যাগে বাধ্য করা। (গ) এসত্ত্বেও যদি কোন বেয়াদব হিন্দু পাকিস্তানে থেকে যায় তবে ভবিষ্যৎ নির্বাচনে ইসলামী মুলুকের রাষ্ট্রনীতিতে বিধর্মীর স্থান নেই’ এই জিগির তুলে হিন্দুদের ভােটাধিকার কেড়ে নেওয়া। এমন কী পূর্ব-বাংলার মুসলমানদের জন্যও আবার নিয়ন্ত্রিত গণতন্ত্রের প্রহসন চালু করা। ওপারের মুজিবর পন্থীরা বললেন ঃ পশ্চিমের দুশমনেরা বহু জায়গায় কামানের গােলায় প্রথমে বেছে বেছে হিন্দু-পল্লীগুলি ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদের বােঝাতে চাইছে ? আমরা কাফের মারছি। অবশ্য ইসলামের বড় শত্রু পিণ্ডির এই দস্যুরা বাংলাদেশের মুসলমানদেরও মারছে হাজারে হাজারে, আরও বেশী  সংখ্যায় । কিন্তু হিন্দু যেখানে নব্বই লক্ষ, সেখানে মুসলমান পাঁচ কোটি ষাট লক্ষ। কাজেই হিন্দুরাতাে নিঃশেষ হয়ে যাবে অনেক আগেই। এরপরও কি আপনাদের সরকার বাংলাদেশকে স্বীকার করে। বাংলাদেশের মানুষদের বাঁচাতে এগিয়ে আসবেন না? আমি সঠিক জবাব দিতে পারিনি।

৬ এপ্রিল, ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খন্ড -০৭ , আনন্দবাজার পত্রিকা